চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার বেইজিংয়ে সফররত নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, সুপ্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন বরাবরই নেপালকে প্রতিবেশী কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে আসছে। চীন নেপালের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় যৌথভাবে গুণগত মানসম্পন্ন নির্মাণ করতে চায় এবং উন্নয়ন ও সমৃদ্ধি লাভের জন্য চীন-নেপাল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।
নারায়ণ প্রকাশ সৌদ বলেন, নেপালের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। নেপাল চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা জোরদার করতে চায় এবং ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’র মৈত্রী গ্রুপে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।