বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৭ অক্টোবর চট্টগ্রামে সে দশের বিমানবাহিনীর শাহীন কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কলেজের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ সময় তিনি কলেজের নির্বাহী অধ্যক্ষ কর্নেল ওয়াসিম মুশতাকের সাথে একটি সহযোগিতা বিষয়ক সমঝোতা-স্মারকেও স্বাক্ষর করেন।
তাছাড়া, তাঁরা বেইজিং ইয়ুইং স্কুলের সাথে শাহীন কলেজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, চীন-বাংলাদেশ যুব-বিনিময়, এবং সংস্কৃতি ও শিক্ষাসহ নানান ক্ষেত্রে আদানপ্রদান জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।
ইয়াও ওয়েন জানান, শাহীন কলেজের শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব বেইজিং সফরে যাবেন এবং ইয়ুইং স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময় করার সুযোগ পাবেন।
এ সময় কর্ণেল ওয়াসিশ বলেন, তার কলেজ তরুণদের সফর বিনিময়, সাংস্কৃতিক ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নয়নে ভূমিকা রাখতে চায়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।