চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১২ ডিসেম্বর বিকেলে হ্যানয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু চাও-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, ভিয়েতনামে আসতে পেরে তিনি আনন্দিত। সাধারণ সম্পাদক নুয়েন ফু চাও তাঁর পুরানো ও ভালো বন্ধু। ৬ বছর পর আবার হ্যানয়ে ভিয়েতনামের মানুষের উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভিয়েতনামের রাজনীতি স্থিতিশীল ছিল এবং অর্থনীতিও দ্রুত উন্নয়নের ধারা বজায় রেখেছে। দেশটির জনগণের জীবিকা অব্যাহতভাবে উন্নত হয়েছে; আন্তর্জাতিক অঙ্গনে হ্যানয়ের অবস্থানও মজবুত হয়েছে। এতেপ্রমাণিত হয় যে, ভিয়েতনামের সংস্কার ও উন্নয়নের ৪০ বছরে, বিশেষ করে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেসের পর থেকে,এ পার্টির নেতৃত্বে দেশটির জনগণ তাদের সামাজিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ সমাজতান্ত্রিক পথে এগিয়ে চলেছে এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে।
প্রেসিডেন্ট সি চিন পিং আরও বলেন, চীন ভিয়েতনামের সাথে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের ভিত্তিতে হাতে হাত রেখে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চায়। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।