শুয়েই ফেই ফেই, বেইজিং:
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরের প্রাক্কালে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রাশিয়ার প্রধান প্রধান গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
২০ মার্চ চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানির চেয়ারম্যান ডোব্রোদেভ যৌথভাবে অনুষ্ঠান প্রচারে অংশ নেন এবং ভাষণ দেন। দু’পক্ষ পুরোপুরিভাবে প্রধান গণ-মাধ্যমের ভূমিকা পালন করেছে, ‘বিশ্ব সভ্যতা উদ্যোগের’ আওতায় চীন ও রাশিয়া বিনিময় ও যোগাযোগ বাড়াবে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে।
‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ধারাবাহিক গুরুত্বপূর্ণ ভাষণ, প্রবন্ধ ও আলোচনায় উদ্ধৃত চীনের প্রাচীনকালের বিখ্যাত কথার অংশ।
ভাষণে শেন হাই সিয়ুং বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের চেতনা উত্থাপনের দশম বার্ষিকী। এ বছর সি চিন পিংয়ের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। রাশিয়ায় এই অনুষ্ঠান সম্প্রচার খুবই তাৎপর্যপূর্ণ। যা একদিকে রুশ জনগণের আরো ভালোভাবে সি চিন পিং-এর বড় দেশের নেতার ভাবমূর্তি এবং দেশ প্রশাসনের চিন্তাধারা বোঝার ক্ষেত্রে সহায়ক, অন্যদিকে সবাইকে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি, নতুন যুগে চীনের উন্নয়নের পদ্ধতি এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বোঝাতে সহায়ক হবে।
শেন হাই সিয়ুং আরো বলেন, চায়না মিডিয়া গ্রুপ অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানিসহ রাশিয়ার গণ-মাধ্যমের সঙ্গে সার্বিকভাবে দু’দেশের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ ঐক্যমত্য বাস্তবায়ন করা, গভীরভাবে দু’দেশের গণ-মাধ্যমের বিনিময় জোরদার করা, দু’দেশের মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ে প্রেরণা দেওয়া এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনে গণ-মাধ্যমকে শক্তি যোগাতে আগ্রহী।
ডোব্রোদেভ বলেন, চীন ও রাশিয়া শীর্ষ বৈঠকের আগে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রুশ টেলিভিশনে প্রচার করা হয়েছে। যা তাঁর কোম্পানি এবং চায়না মিডিয়া গ্রুপের উচ্চ মানের সহযোগিতার প্রমাণ। ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতার উন্নয়ন প্রত্যাশা করেন তিনি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।