প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে।প্রেসিডেন্ট সি বলেছেন, চীন-শ্রীলংকার মৈত্রী সুদীর্ঘদিনের এবং দু’দেশের মানুষের মধ্যে রয়েছে প্রকৃত বন্ধুত্ব।
দু’দেশের সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নত করা দু’দেশের মানুষের মৌলিক স্বার্থ ও অভিন্ন প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শ্রীলংকার সঙ্গে স্বাধীনতা, স্বনির্ভরতা ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ‘রাবার-রাইস প্যাক্ট’মনোভাব অনুসরণ করে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা হবে, দেশ প্রশাসনের অভিজ্ঞতা নিয়ে বিনিময় করা হবে, বাস্তব সহযোগিতা প্রসারিত করা হবে এবং উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’যৌথ নির্মাণ করা হবে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, শ্রীলংকার সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা রক্ষা এবং দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়নের পথ অন্বেষণে সমর্থন করবে চীন। পাশাপাশি, অব্যাহতভাবে শ্রীলংকার অর্থনীতি ও সমাজের উন্নয়নে যথাযথ সহায়তা দেবে। দু’পক্ষের উচিত যৌথ প্রচেষ্টা চালিয়ে উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’যৌথ নির্মাণ- বিশেষ করে, কলম্বো ও হাম্বানতোতা বন্দরে দৃষ্টান্তমূলক প্রকল্প এগিয়ে নেওয়া।
লজিস্টিক, জ্বালানি, শিল্প খাতে সহযোগিতা গভীর করা এবং ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি, সাংস্কৃতিক পর্যটন ও সামুদ্রিক অর্থনীতিসহ নানা খাতে বিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে। গ্রামাঞ্চলে দারিদ্র্যমোচনের ব্যাপারে শ্রীলংকার সঙ্গে সহযোগিতা করতে চায় চীন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে সমন্বয় জোরদার করে দু’দেশের অভিন্ন স্বার্থ ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা করা হবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করা হয়। সূত্র: শিশির, চায়না মিডিয়া গ্রুপ।