নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন নওগাঁর মান্দা উপজেলার সুগনিয়া গ্রামের সামাদের ছেলে রেজাউল করিম ওরফে আতাউর (৪৫) এবং রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা রাজু ওরফে রাকিব (৩২)।
এ ঘটনায় আটকরা হলেন, বাড়ি মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১)।
স্থানীয়রা জানায়, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন নিহত ওই দুই শ্রমিক। এসময় বাড়ি থেকে টাকা চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে তাদের বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির মালিক।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আহত অবস্থায় বোয়ালিয়া থানা পুলিশ দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।