নিজস্ব প্রতিবেদক:
জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সভাপতি কাজি ছাদিকুল হায়দার বাবলু এবং সংগঠনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক ইকবাল ফরিদসহ সকল প্রবাসী সদস্যদের পক্ষ থেকে প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক রামগঞ্জ বার্তার প্রকাশক সম্পাদক অসুস্থ্য আবু ছায়েদ মোহনকে সম্মাননা স্মারক নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
এছাড়াও সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আবু ছায়েদ মোহনের শারিরীক সুস্থতা ও রোগমুক্তি কামনায় ভার্চূয়াল সভায় দোয়ার আয়োজন করা হয়।
ভার্চূয়াল সভায় বক্তাগণ জানান, সাংবাদিকতায় আবু ছায়েদ মোহন ছিলেন নির্লোভ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তার হাতে ধরে অনেক সাংবাদিকতার হাতেখড়ি। তিনি ব্রেনষ্ট্রোক করে গত দুই বছর যাবত বাড়ীতে শয্যাশায়ী। আল্লাহপাক উনাকে দ্রুত সুস্থ্যতা দান করুন।
জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের পক্ষ থেকে সাংবাদিক আবু ছায়েদ মোহনকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার দেয়া হয়।
এসময় জেড ফোর্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বেলালুন নবী ভূইয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ বাহার ও মোঃ হেঞ্জু হোসেন।
এছাড়া রামগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক কালবেলা রামগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন বাবু, দৈনিক সময়ের আলো রামগঞ্জ প্রতিনিধি মোঃ কাউছার হোসেন হোসেন উপস্থিত ছিলেন।