আরমান আলী খাঁন: জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম নুতন একটি মানবিক কর্মসূচি ঘোষণা করেছেন।
রামগঞ্জ উপজেলার অসচ্ছল মৃত ব্যক্তির দাফন ও হাসপাতাল থেকে মৃত ব্যক্তির লাশবহন কারী এম্বুলেন্সের যাবতীয় খরচ করার ঘোষণা করার মাধ্যমে মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন।
সমাজের সচেতন ব্যক্তিদের প্রতি আবেদন জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের এই মানবিক উদ্যোগটি যেন দল মত নির্বিশেষে এবং অসচ্ছল ব্যক্তিরা খুব সহজে পেতে পারেন সে লক্ষে সবার সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফরিদ ।
এই মানবিক সেবাটি পেতে যোগাযোগ করুন সংগঠনটির ব্যাবস্থাপনা সমন্বয়ক মোঃ বেলালুন নবী ভুইঁয়া, মোবাইল নাম্বার ০১৯০৭৪৫১২১ এছাড়াও নিন্মোক্ত ফেইসবুক ম্যাসেঞ্জার লিঙ্কে গিয়ে বিস্তারিত জানিয়ে ম্যাসেজ করতে পারেন: https://www.facebook.com/belalun.nabibhuiya