নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলাজুড়ে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। জেলেদের পাশাপাশি ছিন্নমূল মানুষগুলোর শীতের কষ্টও বেড়েছে কয়েকগুন।
খবর পেয়ে কম্বল নিয়ে মেঘনা পাড়ে ছুটে যান লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। দুই শতাধীক পরিবারের সদস্যদের গায়ে কম্বল জড়িয়ে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট, মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন এলাকার জেলেদের হাতে কম্বলগুলো বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল গণ্যমান্য ব্যক্তিবগ।
জেলে সর্দার সোহরাব মাঝি বলেন, আমাদের এখানে ২ শত ২০ টি পরিবার রয়েছে। এদের মধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। ২৫ টি পরিবার ইতোমধ্যে সরকারের দেয়া ঘর পেয়েছেন। প্রায় দেড় শতাধীক পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই নৌকাতেই । ডিসি স্যার আমাদের সবগুলো পরিবারকেই কম্বল দিয়েছেন। সবাই খুব খুশি।