মামুন চৌধুরী: চাটখিলে তীব্র গরমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কানিজ ফাতেমা রিয়া (১৫) নামে একজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের গনি তপাদার বাড়ির হাবিবুর রহমান মেয়ে কানিজ ফাতেমা রিয়া।
ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী।
বুধবার তাদের স্কুল পরিক্ষা শুরু হয়। দুপুর ১ টায় পরীক্ষা শেষে শ্রেনী কক্ষ থেকে বের হওয়ার সময় তীব্র গরমে, রিয়া মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে এ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এছাড়া একই বিদ্যালয়ের তানজিলা আক্তার (১৬) নামে দশম শ্রেণীর আরেক ছাত্রী তাপদহে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসাক ডাঃ জান্নাতুল ফেরদাউস ইতি বলেন, ডাক্তারী ভাষায় Hcr with Anxiety Neurosis রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তিনি বলেন, এর মধ্যে রিয়া নামে আমরা একজনকে ভর্তি করি, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। ডাঃ ইতি বলেন, ইতিপূর্ব এই ধরনের রোগী আমাদের এখানে এসেছিল এবং আমরা তাদেরকে যথাযথ চিকিৎসা প্রদান করি।