ছাই ইউয়ে মুক্তা:
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা ২২ আগস্ট প্রিটোরিয়ায় এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, “চীনের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার চতুর্থ দক্ষিণ আফ্রিকা সফর। প্রেসিডেন্ট রামাফোসার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার নির্মাণ-ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব দিন দিন বাড়ছে। চীন দক্ষিণ আফ্রিকাকে উন্নয়নের পথে অর্জিত অগ্রগতির জন্য অভিনন্দন জানায়।”
তিনি বলেন, “বিগত দশ বছরে আমি চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্কের জোরালো উন্নয়ন প্রত্যক্ষ করেছি।
দক্ষিণ আফ্রিকার ডারবান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার সাক্ষী হয়েছি, দক্ষিণ আফ্রিকায় চীনা চান্দ্রবর্ষের বিস্ময়কর কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করেছি এবং দক্ষিণ আফ্রিকায় চীনের বেইজিং স্বয়ংচালিত গ্রুপের শাখা কোম্পানির উৎপাদন-লাইন চালুর অনুষ্ঠানে উপস্থিত থেকেছি।”
তিনি আরও বলেন, “চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে কমরেড ও ভাই পর্যায়ের গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। বর্তমান নতুন ঐতিহাসিক শুরুতে, সহযোগিতা জোরদার হলো দু’দেশের অভিন্ন ইচ্ছা ও যুগের দায়িত্ব। আমি প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে যৌথভাবে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।