নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর একতা কল্যাণ পরিষদের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকাস্থ কারওয়ান বাজার চারুলতা রেস্তোরায় ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সংগঠনের অন্যতম উপদেষ্টা তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ উল্যাহ হেলাল, হাজী সাফায়েত উল্যাহ, কামরুল মোল্লা, আবদুল কাদের জান্টু, সাফায়েত উল্যা মিজি, শাহ আলম, রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও ইত্তেফাক প্রতিনিধি জাকির হেসেন মোস্তান, ওয়াছি উদ্দিন প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাসেল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রফিক উল্যাহ, যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, রামগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নয়নপুরে হিংসা-প্রতিহিংসা, পক্ষ বিপক্ষ পরিহার করে রাজনীতির উর্ধ্বে উঠে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একতা কল্যান পরিষদের মাধ্যমে সামাজিক ও মানবিক উন্নয়নে ভুমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও প্রশাসনকে সহযোগিতা প্রদান করে এলাকায় মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এ ছাড়াও উক্ত এলাকার সকল ধর্মপ্রান মুসলমানগণ একত্রে যেন নয়নপুর ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন, সে লক্ষ্যেও বিশদ আলোচনা করা হয়।