ইকবাল হোসেন:
বাংলাদেশে নারী জাগরণ ও ক্ষমতায়নে সরকার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছে বলে জানান, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন আমাদের মেয়েরা আর পিছিয়ে নাই। রাজনীতি থেকে খেলাধুলা, সবক্ষেত্রে এখন নারীরা সফলতার সাথে কাজ করছে। সাংবাদিকতা থেকে শিল্পকলা, সবক্ষেত্রে নারীরা সফল। রামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থী সুরাইয়া আক্তার শিউলী এসব কথা বলেন।
রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো প্রার্থী হবেন সুরাইয়া আক্তার (শিউলি)।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের দেরি থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আগাম প্রচারণা শুরু হয়েছে। ব্যানার-পোস্টার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।
সুরাইয়া আক্তার শিউলি রামগঞ্জ উপজেলা পরিষদে টানা দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া আক্তার শিউলী দীর্ঘদিন নারীর অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। কান্তা নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে সেলাই প্রশিক্ষণসহ কর্মজীবি নারীর অধিকার নিয়ে সভা সেমিনারে উপস্থাপন ও নারীর উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করছেন।
তিনি জানান, নারীর সকল কাজে অংশগ্রহণ বেড়েছে। কিন্তু অংশীদারিত্ব বাড়েনি। সেখানে নজর দিতে হবে। তবেই নারীর অধিকার বাস্তবায়ন হবে। এছাড়াও জেলা শহরের বিভিন্ন উপজেলায় পথশিশুদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, সবার সহযোগিতা পেলে এবং কাজ করার সুযোগ পেলে আরও ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কাজে নিজেকে আরো বেশি করে সম্পৃক্ত করতে চান বলেও জানান সুরাইয়া আক্তার শিউলী।