মাহমুদ ফারুক:
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন লক্ষ্মীপুরÑ১ রামগঞ্জ আসনের সংসদ ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই আখতার হোসেন খান। শনিবার (২৭ এপ্রিল) প্রার্থী আখতার হোসেন খান স্বাক্ষরিত একটি চিঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং কর্মকর্তার নিকট তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।
চিঠিতে বলা হয় আমি নিন্ম স্বাক্ষরকারী মোঃ আখতার হোসেন খান লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই। ব্যাক্তিগত কারন ও বিশেষ পরিস্থিতি উল্লেখ করে আমার প্রার্থীতা নিজ ইচ্ছায় এবং স্বজ্ঞানে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহন করিলাম।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে সত্যতা প্রকাশ করে স্বতন্ত্র এ প্রার্থী আখতার হোসেন খান জানান, মনটা ভালো নেই ভাই। অনেক যুদ্ধের পর আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমার পরিবারকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। সরকারি সিদ্ধান্তমতে কোন সাংসদের ভাই বা নিকটাত্মীয় ভোটে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে একটি প্রজ্ঞাপন জারি করায় আমার ছোট ভাই সাংসদ আনোয়ার হোসেন খান বিব্রতবোধ করায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক জানান, আমি বিষয়টি এখনো জানি না। যেহেতু লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে আখতার হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিয়েছেন চিঠি পেয়ে যাবো। তাছাড়া আজকে জেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছেতো সবাই ব্যস্ত।
উল্লেখ্য আগামী ২১ মে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন অংশগ্রহণ করছেন।