গত ৫ই নভেম্বর (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নেপালের প্রবল ভূমিকম্পের দূর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে সমবেদনা জানিয়েছেন।
সি চিন পিং বলেছেন, নেপালের কর্নালি প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের কথা শুনে তিনি মর্মাহত হয়েছেন। এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান; নিহত ও আহতদের পরিবারের প্রতিও আন্তরিক সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সি চিন পিং জোর দিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট পাউডেল এবং নেপাল সরকারের নেতৃত্বে, ভূমিকম্প-কবলিত এলাকার মানুষ দ্রুত বিপর্যয় কাটিয়ে উঠবে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারবে। নেপালকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও দেবে চীন।
এদিন প্রধানমন্ত্রী লি ছিয়াংও নেপালের প্রধানমন্ত্রীকে সমবেদনাবার্তা পাঠিয়েছেন।
শুয়েই-তৌহিদ: চায়না মিডিয়া গ্রুপ।