মোঃ সোহাগ হোসেন: নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আহত নেতাকর্মীদের খোজ খবর নেন উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পদযাত্রায় গত শনিবার চাটখিল উপজেলার সাহাপুর, পরকোট ও ঘাটলাবাঘ-হাটপুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আহত নেতাকর্মীদের খোজ খবর নেন উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর। যদিও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির উপর হামলার ঘটনা অস্বীকার করে। উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনায় ইউনিয়ন পদযাত্রায় আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়, যাহা গনতন্ত্র পরিপন্থী। আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সময় তার সাথে উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।