সোহাগ হোসেন:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পূর্ব দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহতের ঘটনা ঘটেছে।
সুত্রে জানা যায়, পূর্বের শত্রুতা জেরে রাসেল ও নাইমুল ইসলাম রিফাতের কথা কাটাকাটির জেরে মঙ্গলবার দুপুরে রাসেল হালিমা দিঘীর পাড় আসলে রিফাত ও তার বড় ভাই রিয়াজ (বাবু)সহ কয়েকজন যুবক তার গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটে।
সংর্ঘষে রানা, নিলয়, রাসেল ও রিফাত আহত হয়৷ আহতদের মধ্যে রাসেলের অবস্থা আশংকাজনক হলে তাকে বর্তমানের নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় আত্মীয়স্বজনরা।
হসপিটালে আহত রাসেল জানান, রিফাত এবং তার বড় ভাই রিয়াজ ( বাবু)সহ ১০-১৫ জন লোক তাকে এসে ঘেরাও করে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। রাসেল প্রতিবাদ করতে গেলে রিফাত ও রিয়াজ তার উপর হামলা করে বেধম মারধর করে। এছাড়া তাকে কলেজ ক্যাম্পাসের ভিতরে নিয়ে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে।
তবে এ ব্যপারে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে।
এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।