নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভিযানিক কর্মকাণ্ড পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে মাঠ পর্যায়ে মাদকপাচার রোধ ও চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভুমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী খঞ্জনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৪ টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়েছে।
বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ দূর্গম পাহাড়ী এলাকা দিয়ে (সীমান্ত পিলার ৫৬ এর নিকটবর্তী) বিপুল সংখ্যক গরু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপি কমান্ডার নায়েব সুবেদার গোবিন্দ প্রসাদ সাহা একটি বি-টাইপ টহলদল নিয়ে দূর্গম পাহাড়ী ঝিড়ি অতিক্রম করে পোয়ামুহুরী বিওপি হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে এবং সীমান্ত শূন্যলাইন হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপাড়া (জিআর ৫১২৭২৭ ম্যাপসিট নং ৮৪ সি/৭ ) নামক স্থানে গমন করে গরু চোরাকারবারীদের দেখতে পায়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারীগণ গরু রেখে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৪৪টি গরু (বড় ১২৪টি, মাঝারী ০৬টি, ছোট ১১টি এবং বাছুর ০৩টি) আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর সর্বমোট সিজারমূল্য এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
উল্লেখ্য, আটককৃত গরুগুলোকে শুল্ক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোয়ামুহুরী বিওপিতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এছাড়া, সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচাররোধে সীমান্তে এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি করাসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।