নিজস্ব প্রতিবেদক: প্রতিভা বিকাশে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর আত্ম প্রকাশ হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার নাগমুদ বাজারস্থ একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন রকি,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রক্তদান কর্মসূচি, অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে সাহায্য পাঠানো, বৃক্ষরোপন, জনসচেতনতা মূলক কর্মসূচি, কোরাআনে হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইভটিজিং প্রতিরোধে সচেতনতা, গরিবদের মধ্যে শীতবস্ত্র প্রদান, রমজানের ফুড প্যাকেজ বিতরণ, ফ্রী চিকিৎসা ক্যাম্প, মাদকমুক্ত এলাকা গঠন করা, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা, কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে সহযোগীতা, খেলাধুলার আয়োজন করা।