নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফারুক হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বকসি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন পূর্ব চন্ডিপুর চমর উদ্দিন হাজী বাড়ীর আবু তাহেরের ছেলে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে জি এস নজরুল ইলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রামগঞ্জ থানায় মামলা করেন।
এ মামলায় ফারুক হোসেনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।