চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সে তাঁর আসন্ন রাষ্ট্রীয় সফরকালে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশন (ইসি)-র প্রেসিডেন্ট ভর ডের লেইনের সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৩০ এপ্রিল বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র লিন বলেন, এবারের সফর চীন ও ইউরোপের সম্পর্কের কৌশলগত, স্থিতিশীল, ও গঠনমূলক উন্নয়নের জন্য সহায়ক হবে। এতে পারস্পরিক কল্যাণও বাড়বে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও চীন-ইউরোপ সুসম্পর্ক গুরুত্বপূর্ণ।
মুখপাত্র আরও বলেন, গত বছর থেকেই চীন ও ইউরোপ সার্বিকভাবে বিভিন্ন পর্যায়ের বিনিময় পুনরায় চালু করেছে; সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা সক্রিয় করেছে। এতে চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা সুস্পষ্ট হয়েছে। এটি দু’পক্ষের স্বার্থ এবং আন্তর্জাতিক সমাজের যৌথ আশা-আকাঙ্ক্ষার সাথেও সঙ্গতিপূর্ণ।
লিন বলেন, চীন-ইউরোপ সম্পর্কের কৌশলগত তাৎপর্য ও বৈশ্বিক প্রভাব রয়েছে। বর্তমানের জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন ও ইউরোপের উচিত সঠিক পারস্পরিক চেতনা স্থাপন করা, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার করা, মতৈক্য ও সহযোগিতার ওপর নজর দেওয়া, এবং বিদ্যমান মতভেদ দূর করা।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।