মশিউর আনন্দ, ঢাকা:
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস এসোসিয়েশনের ২০২২-২৪ বৎসরের কার্যকরী কমিটি টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে ১ মার্চ ২০২৩ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ।
সংগঠনের সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বে সহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যগণ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন । এসোসিয়েশনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন ।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়”- যা সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩’ শীর্ষক রেজুলেশনে সন্নিবেশিত হয়েছে – উক্তিটিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষভাবে তুলে ধরার অব্যাহত অভিপ্রায় ব্যক্ত করেন । কর্মকর্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন ।