মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়ায় জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনার কয়েক ঘন্টা পর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, ৩ মে বুধবার দুপুর ১২টার দিকে পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ির আবুল বাশার (৪০) পিতা মঞ্জুর আহমেদ বাড়ির পাশের স্কুল মাঠে খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে একই বাড়ীর জেঠাতো ভাইয়ের ছেলে ইয়াকুব, রেদোয়ান রাফির নেতৃত্বে ৮/১০ জন আবুল বাশারের উপর হামলা করে।
এ সময় রাফি কাঠ দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক মিদন মিয়া, উপ পরিদর্শক মোহাম্মদ আল আমিন, উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন, উপ পরিদর্শক কামরুজ্জামান, সহকারী উপ পরিদর্শক জাকির হোসেন, সহকারী উপ পরিদর্শক মোঃ মজিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক সুমন, সহকারী উপ পরিদর্শক আহাম্মদ হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, ইয়াকুব (১৮), পিতা- আনোয়ার হোসেন, রেদোয়ান হোসেন রাফি (১৭), পিতা- ফয়েজ আহাম্মদ, ফয়েজ আহাম্মদ (৬০), পিতা-মৃত সামছুল হক।
গ্রেফতারকৃত সবাই পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ীর বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইল চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।