চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়।
প্রথমত, দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখবে এবং সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের নেওয়া গুরুত্বপূর্ণ যৌথসিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করবে।
দ্বিতীয়ত, দু’দেশ সকল পর্যায়ে বিনিময় ও যোগাযোগ বজায় রাখবে; কূটনীতি, অর্থনীতি, ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে; সশস্ত্রবাহিনী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখবে; এবং মাদক নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে।
তৃতীয়ত, শিগগিরি দু’দেশ সরকারি পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুতে সংলাপে বসবে; নতুন দফার চীন-মার্কিন এশিয়া-প্রশান্ত মহাসাগরবিষয়ক ও সমুদ্রবিষয়ক সংলাপ আয়োজন করবে; মাদকবিরোধী কর্মগ্রুপের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক আয়োজন করবে এবং চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত লিউ চেন মিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
চতুর্থত, দু’দেশ সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ব্যবস্থা নেবে; একে অপরের শিক্ষার্থীদের স্বাগত জানাবে এবং আগামী মে মাসে চীনের সিআনে ১৪তম চীন-মার্কিন পর্যটনবিষয়ক উচ্চ স্তরের সংলাপ আয়োজন করবে।
পঞ্চমত, দু’দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে এবং সংশ্লিষ্ট বিশেষ দূতরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।