ওয়াং হাইমান:
প্যারিসের এলিসি প্রাসাদে, স্থানীয় সময় ২২ জুন বিকেলে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে লি ছিয়াং বলেন, তাঁর এবারের সফরের লক্ষ্য সম্প্রতি দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের নেওয়া যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজকে এগিয়ে নেওয়া।
লি ছিয়াং বলেন, চীন, ফ্রান্স, ও ইউরোপের উচিত পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও জোরদার করা। পারমাণবিক শক্তি ও মহাকাশ বিজ্ঞানের মতো সনাতন ক্ষেত্রগুলোর পাশাপাশি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ক্ষেত্রগুলোতেও দু’পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল। দু’পক্ষের উচিত এ সম্ভাবনা কাজে লাগানো।
এ সময় ম্যাকখোঁ বলেন, তাঁর দেশ চীনের সাথে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয় এবং সবসময় ‘এক-চীন নীতি’ অনুসরণ করে চলে। চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ফ্রান্সে বিনিয়োগ বাড়াতেও উৎসাহ দেয় প্যারিস।
তিনি আরও বলেন, চ্যালেঞ্জে পূর্ণ এই বিশ্বে ফ্রান্স ও চীনের উচিত কার্যকর বহুপাক্ষিকতাকে সমর্থন করে যাওয়া, আন্তর্জাতিক সমাজের ঐক্যের জন্য কাজ অব্যাহত রাখা, বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখা, এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য কাজ করে যাওয়া।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।