নিজস্ব প্রতিবেদক:
শুরু থেকেই আগুন ঝরাচ্ছিলেন হাসান মাহমুদ। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন এই ডানহাতি পেসার। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও কম গেলেন না। ফলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড গুটিয়ে গেল খুব অল্পতেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।
সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টিস ক্যাম্পার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লর্কান টাকার। দলটির আর কেউ দুই অঙ্কের স্কোরও গড়তে পারেননি।
হাসানের ৫ উইকেট ছাড়াও তাসকিন আহমেদ ৩টি ও ইবাদত নিয়েছেন ২ উইকেট। অর্থাৎ প্রতিপক্ষের ১০ উইকেট ভাগ করে নিয়েছেন পেসাররাই। নাসুম আহমেদ মাত্র ৩ ওভার ও মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করেছেন। সাকিব আল হাসানকে বল হাতেই নিতে হয়নি।