নিজস্ব প্রতিবেদক:
বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ইং সেশনের জন্য বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্যদের প্রত্যক্ষ্য ভোটে সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নূরে আলম তুহিন ও অর্থ সম্পাদক পদে সাদেক হোসেন নির্বাচিত হয়েছেন ।
নির্বাচন কমিশনার সাজ্জাদ হোসেন রুবেলের তত্বাবধানে এবং সামছুল আলম নিপ্পনের সঞ্চালনায় ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মু. নাজমুল হাসান পাটোয়ারী।