অনলাইন ডেস্ক:
শঙ্কাটাই সত্যি হলো। লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে পাওয়া চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি খেলা হবে না তার।
মঁপেলিয়ের মাঠে বুধবার রাতে ৩-১ গোলে জিতে পিএসজি। ম্যাচটা একেবারেই ভালো কাটেনি এমবাপ্পের। চোট নিয়ে ২১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে দুইবারের চেষ্টায় স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে আতিথ্য দেবে পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ।
এর আগে ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে মার্শেই ও এর তিন দিন পর লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। এই দুটি ম্যাচেও এমবাপ্পেকে পাবে না দলটি।
চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৬ ম্যাচে ২৫ গোল করেছেন এমবাপ্পে।