নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা কামরুল হাসান মাসুম (কামরুল বিএসসি)।
শুক্রবার রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের উপস্থিতিতে কামরুল কামরুল হাসান মাসুম (কামরুল বিএসসি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন।।
কামরুল হাসান মাসুম রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য।
রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আকবর একজন স্বনামধন্য ও সর্বজন শ্রদ্ধেয় পরিচিত ব্যক্তিত্ব। তারই হাত ধরে কামরুল হাসান মাসুম (কামরুল বিএসসি)সহ পরিবারের সকল সদস্যই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এছাড়া কামরুল বিএসসি একজন সজ্জন ব্যক্তি হিসাবে যথেষ্ট সুনামের অধিকারী।
তিনি সাংবাদিকদের জানান রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে চান। তিনি বিজয়ী হলে যুবকদের নিয়ে সমাজের সকল মানবিক ও সামাজিক কার্যক্রমে আরো গতিশীল ভূমিকা রাখতে পারবেন।