২০ ডিসেম্বর সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিংয়ের গণমহাভবনে রুশ প্রধানমন্ত্রী মিখাইল ভালদিমিরোভিচ মিশুস্তিন সাক্ষাত করেছেন।
সি চিন পিং বলেন, এ বছর তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দু’বার বৈঠক করেছেন। দু’দেশ ঘনিষ্ঠ বিনিময় করেছে, বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতার স্থিতিশীল উন্নতি হচ্ছে। প্রেসিডেন্টদ্বয় একযোগে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের বার্ষিক পরিমাণের লক্ষ্যমাত্রা ২০০ বিলিয়ন মার্কিন ডলারে নির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে সি চিন পিং বলেন, এ বছরের প্রথম ১১ মাসে তা বাস্তবায়ন হয়ে গেছে। এতে দু’দেশের সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত ফুটে উঠেছে। চীন-রুশ সম্পর্ক সুষ্ঠুভাবে রক্ষা ও উন্নত হচ্ছে, যা দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের ভিত্তিতে দু’পক্ষের কৌশলগত বাছাই। নিজস্ব পছন্দের উন্নয়নের পথে রুশ জনগণের অগ্রযাত্রাকে চীন সমর্থন করে। আগামী বছর হবে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে, দু’দেশের উচ্চ মানের রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করে পারস্পরিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে রাশিয়ার সঙ্গে হাতে হাতে রেখে সামনে এগিয়ে যাবে চীন।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের অর্থনীতি শক্তিশালী, সম্ভাবনাও বেশি এবং দীর্ঘমেয়াদে সুষ্ঠু পরিস্থিতি পরিবর্তন হয়নি। উচ্চ গুণগত মানের উন্নয়ন এবং উচ্চ মানের উন্মুক্তকরণ দৃঢ়ভাবে এগিয়ে নেবে চীন। রাশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়নে নতুন সুযোগ দেবে চীন। দু’পক্ষের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থাসহ নানা সুবিধা কাজে লাগিয়ে অর্থ-বাণিজ্য, জ্বালানিসহ বিভিন্ন খাতের সহযোগিতা বাড়ানো এবং একযোগে শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করা।
তিনি আরও বলেন, দু’পক্ষের উচিত আগামী দু’বছরের ‘চীন-রুশ সাংস্কৃতিক বছর’ সুষ্ঠুভাবে আয়োজন করা এবং আরও বেশি বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক ও ব্যক্তিগত বিনিময় করা।
রুশ প্রধানমন্ত্রী কানসু ভূমিকম্পে হতাহতদের জন্য রুশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানান, চীনের চাহিদা অনুযায়ী যথাযথ সাহায্য দিতে চায় রাশিয়া। প্রেসিডেন্ট সি চিন পিং তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।