মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিলে মোবাইল কোর্ট পরিচালনা করে খিলপাড়া ইউনিয়নের কামার বাড়ির দরজা, রহিম হাজীর বাড়ির দরজা ও অন্যান্য স্থানে রাস্তা/ব্রিজের উপর বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় খিলপাড়া বাজারের সিয়াম স্টোরের মালিক বালু ব্যবসায়ী ইকবাল হোসেনকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে, বেকমিশন দিয়ে মাটিকাটা বালু উত্তোলন ও জনদুর্ভোগের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।