নিজস্ব প্রতিবেদক:
জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভাটরা ইউনিয়ন ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, শিক্ষা সামগ্রী ও খেলার সামগ্রী বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান আজ মঙ্গলবার সকাল ১১টায় ভাটরা ইউনিয়নের বিভিন্ন সরকারি কাজের তদারকি করেন।
ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম বুলবুলের সার্বিক তত্ববধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহীন আক্তার শিফা।
ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ নুরে-ই আলম শেখ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারি শিক্ষা কর্মকর্তা ফারজানা হক, মোঃ আবদুল মোহাইমেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মিঠু ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।