মোহাম্মদ মেহেদী হাসান রুবেল
(আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিন!
জন্মদিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা!)
নিরাশার আঁধারে আশার বাতিঘর
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’;
মানবাত্মার ক্রন্দনে ব্যথিত যে অন্তর!
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’।
অসহায় রোগীদের অসীম যন্ত্রণা
লাঘব করাই যার জীবন সাধনা;
মানবতার ডাকে ছেড়েছেন বাড়ি-ঘর!
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’।
পঙ্গু-দুস্থদের বাঁচার নতুন প্রেরণা
দিবা-নিশি দিয়েও যিনি ক্লান্ত হন না;
তিনি মহান, অকৃত্রিম তাঁর স্নেহ-আদর!
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’।
বাংলাদেশের ‘সিআরপি’ তাঁর মহান কীর্তি
তিনি মমতাময়ী এক মায়ের প্রতিমূর্তি;
চিন্তা-চেতনা তাঁর কত মহৎ কত সুন্দর!
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’।
সুস্থ-সবল থাকুক এই মহীয়সী নারী!
মানুষের হৃদয় জুড়েই তাঁর বসত বাড়ি;
মরণের পরেও তিনি রবেন অমর!
‘ভেলরি টেইলর’ তিনি ‘ভেলরি টেইলর’।
রচনাকালঃ ১৪/১০/২০১৯ ইং
নার্সারিঃ ০১ রুমঃ ১০৩
সিআরপি, সাভার, ঢাকা।;