নিজস্ব প্রতিবেদক:
মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান, মানুষ গড়ার কারিগর ও নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল খায়ের পাটওয়ারী স্যারের স্মৃতি স্মরণে মধ্যপাড়া যুব ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনির হোসেন পাটোয়ারী (ইতালি প্রবাসী)।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটওয়ারী, নূরে আলম নান্টু পাটওয়ারী, গাজী সালাউদ্দীন(বিপ্লব), মির্জা আজম পাটওয়ারী, সাজ্জাদুর রহমান চৌধুরী, ফরিদ উদ্দিন (মানিক), শাহ আলম (সোহেল), বেলায়েত হোসেন (সাবেক ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড), কামাল হোসেন (ইউপি সদস্য ৪নং ওয়ার্ড) আয়েশা আক্তার (বি,এ) সংরক্ষিত ইউপি সদস্য ৪,৫ ও ৬ নং ওয়ার্ড, খোকা বালুয়া, ফারুক মোল্লা, জহির বালুয়া।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাজী গোলাম ছরওয়ার মতিন (প্রতিষ্ঠাতা মধ্যপাড়া যুব ক্রীড়া সংঘ)।