শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চীনের প্রধানমন্ত্রীর সাথে সৌদি প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের বৈঠক Logo সামাজিক নিরাপত্তার ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে: প্রেসিডেন্ট সি Logo ভৌগলিক প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে:চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই Logo টাইফুনের আঘাতে চীনে বিদ্যুৎ ও যোগাযোগ বিঘ্নিত বাড়িঘর ক্ষতিগ্রস্ত Logo প্যারিস অলিম্পি গৌরবময় অধ্যায় সেতু Logo চীন ও দক্ষিণ সুদান অভিন্ন প্রত্যাশা ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: সি চিন পিং Logo চীন ও আফ্রিকান মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে Logo বেইজিংয়ের গণ-মহাভবনে চতুর্থ চীন-আফ্রিকা সহযোগিত শীর্ষ সম্মেলন Logo চীনা প্রেসিডেন্টের বিশ্ব উন্নয়ন, নিরাপত্তা ও বৈশ্বিক সভ্যতা উদ্যোগের প্রস্তাব Logo মেরি মে ফায়ে সাল্লে’র সঙ্গে চা-চক্রে চীনা ফার্স্টলেডি
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

মনোনয়নপত্র নেয়ার একদিন পর বেঁকে বসলেন বিএনপি নেতা তুর্কী শাহাবুদদ্দীন

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১:৫৭ অপরাহ্ন

মাহমুদ ফারুক:
মনোনয়নপত্র নেয়ার একদিন পর বেঁকে বসলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির অব্যাহতিপ্রাপ্ত সদস্য মোঃ শাহাবুদদ্দীন ওরফে তুর্কী শাহাবুদদ্দীন। মনোনয়নপত্র ক্রয় করলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানান সাংবাদিকদের। এছাড়া তার (তুর্কী শাহাবুদদ্দীন) অজ্ঞাতসারে এ মনোনয়নপত্র সংগ্রহের দাবী করেন তিনি।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিএনপি নেতা তুর্কী শাহাবুদদ্দীনসহ ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বিএনপি নেতা তুর্কী শাহাবুদদ্দীন তার প্রতিনিধির মাধ্যমে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে নিশ্চিত করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেক ব্যপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুর্কী শাহাবুদদ্দীনকে কটাক্ষ করতেও ছাড়েননি দলীয় নেতাকর্মীরা। বিষয়টি ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসেন মোঃ শাহাবুদদ্দীন ওরফে তুর্কী শাহাবুদদ্দীন নামের এ নেতা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে জানান, আ¤েœরা ভেজাল লাগাই দিছেন, এত সকালে কেন-আরেকটু দেরিতে দিতেন। আরো পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার বা প্রকাশ হলে ভালো হতো। অনেকেই লিখেছেন আমি বিএনপি নেতা, আমি তো বিএনপি নেতা নই ! । আপনি বিএনপি নেতা নন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এখন পদ আছে নাকি? আমি নিজে মনোনয়নপত্র নিতে উপজেলাতে আসিনি। তবে রাত ১১টা ৫ মিনিটে তিনি ফের মোবাইলে কল করে জানান, আসলে আমার এক শুভাকাঙ্খি আমার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আমি তো নির্বাচন করবো না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বিএনপি নেতা জানান, তুর্কী শাহাবুদদ্দীন দলের নিবেদিত প্রান। দলের নেতাকর্মীদের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন। মামলা হামলার ভয়ে বাড়ী ও দেশছাড়া হতে হয়েছে কয়েকবার। দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় সবসময় ছিলেন। উনার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রন কোন ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও দাবী করেন ফ্রান্স প্রবাসী এ নেতা।
তুফান খলিল নামের এক যুবদল কর্মী ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান, আমরা মামলা হামলা মাথায় নিয়ে নির্বাচন ঠেকানো ও গনতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জীবন মরন বাজি রেখে আন্দোলনে ঝাপিয়ে পড়ছি,,,আর বেঈমানেরা আমাদের নিয়ে তামাশা করছে,,,,বেঈমানদের ঠাই বাংলার জমিনে হবে না,,, ইনশাআল্লাহ,,,।
যুবদল নেতা জামাল হোসেন পাটোয়ারী ফেসবুকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেন, তূর্কী সাহাবুদ্দিন ও তার সহচরদের আজীবণের জন্য বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আপনারা চাইলে তার সহচরদের নাম প্রকাশ করব।
রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে মোঃ শাহাবুদদ্দীন ওরফে তুর্কী শাহাবুদদ্দীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। তাকে বহিস্কার করা হয়নি। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তিনি (তুর্কী শাহাবুদদ্দীন) মনোনয়নপত্র কিনেছেন। এ বিষয়ে দলীয় সিনিয়র ও নীতিনির্ধারকদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST