নিজস্ব প্রতিবেদক:
মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারা বাংলাদেশে বর্তমান তরুণ প্রজন্ম বিনা প্রয়োজনে ফেসবুক ব্যবহারের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। যার ফলে মেধার বিকাশ যথাযথভাবে বিকশিত হচ্ছে না। বই পড়ার ক্ষেত্রে হয়ে পড়েছে উদাসীন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বই পড়ার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই প্রদান করার উদ্যোগ নিয়েছে।
আজ ২১ মার্চ সকালে সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বই পড়ি-মানবিক জীবন গড়ি শীর্ষক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বই তুলে দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোঃ বাপ্পি সরদার।
প্রধান অতিথি বলেন “বই পড়ি মানবিক জীবন গড়ি” স্লোগান নিয়ে সবুজ আন্দোলন সারা দেশের কমলপতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার গুরুত্ব তুলে ধরতে কাজ করছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বই পড়তে আগ্রহ তৈরি করতে পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে কাজ করে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম জামান মাহমুদ, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক নোয়াবুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ রেহেনা পারভীন, হৈমুন্তি বাড়ই, সোহানা তারিন, গনেশ কুমার পাল, মাওলানা শারাফত করিম, উপজেলা সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা কমিটির সদস্য অনিক রহমান পল্লব, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রশিদ মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।