মু.ওয়াছীঊদ্দিন:
মানবিক ইছাপুর ইউনিয়নের উদ্যোগে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সংগঠনটির সভাপতি এডভোকেট মোঃ ছেফায়েত উল্যা মীরের সভাপতিত্বে, দেওয়ান আবু ইউসুফের সঞ্চালনায় আজ শনিবার ধানমন্ডি ক্লাব লিমিটেড ঢাকায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ইছাপুর ইউনিয়নের ৩০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং দরিদ্র মেধাবী ১৫ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ইছাপুরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মু. দেলোয়ার হোসেন বলেন- মানবিক ইছাপুরের এই কর্মসূচি ভবিষ্যৎ শিক্ষার্থীদের আরো বেশি পড়াশোনায় উদ্ভুদ্ধ করবে এবং এ সংগঠন শিক্ষার মানউন্নয়নে আরো বিভিন্ন সৃজনশীল কর্মসূচি গ্রহন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বিল্লাল হোসেন, চেয়ারম্যান-আল মদিনা গ্রুপ, এ.এন,এম মোজাম্মেল হোসেন, চেয়ারম্যান -বাংলা বিভাগ, ঢাকা কমার্স কলেজ, মোঃ আলী জিন্নাহ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট, মোঃ কামরুল ইসলাম মোল্লা, ম্যানেজিং পার্টনার- মাছরাঙা ট্রেড ইন্টারন্যাশনাল, মোঃ কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক – কে.এস.বি ফ্যাশন ওয়্যার হাউজ, মোঃ কবির হোসেন পাটওয়ারী, ব্যবস্থাপনা পরিচালক -মাস্টার ফিড এগ্রোটেক লিঃ এবং সংগঠনের সেক্রেটারি মোঃ মাহফুজ উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।