রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম পলাশ (৩০)। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুরুতর আহত পলাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত গাড়িটি আটক করা হয়েছে।
সূত্র : ইউএনবি