চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গণ-মহাভবনে মার্কিন শিল্প ও বাণিজ্য মহল এবং বিদগ্ধ সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেছেন।
বৈঠককালে সি বলেন, চীন-মার্কিন সম্পর্ক হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে অন্যতম। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বা বৈরিতা, যাই হোক, তা দু’দেশের জনগণের কল্যাণ এবং মানবজাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। উভয় দেশের সফলতা অন্যদের সুযোগ বলে মনে করেন প্রেসিডেন্ট সি। দেশ দু’টি একে-অপরকে অংশীদার হিসেবে মনে করলে, একে অপরের প্রতি সম্মান দেখালে এবং শান্তিপূর্ণ সহাবস্থান করলে চীন-মার্কিন সম্পর্ক ভালো হবে।
বৈঠককালে সি চিন পিং মনোযোগ দিয়ে মার্কিন প্রতিনিধিদের ভাষণ শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। তিনি আরো বলেন, চীনের অর্থনীতি সুষ্ঠু ও টেকসই। গত বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অর্থনীতির অবদান ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। চীন উচ্চ মানের উন্নয়ন এবং চীনা শৈলীর আধুনিকায়ন এগিয়ে নিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
সি বলেন, চীনের সংস্কার বন্ধ হবে না এবং উন্মুক্তকরণ থামবে না। মার্কিন উদ্যোগসহ বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানকে উন্নয়নের আরো বিশাল জায়গা দিতে চীন ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশ নিতে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানান তিনি। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে তাল মিলিয়ে সঠিকভাবে স্পর্শকাতর সমস্যা মোকাবিলা করা উচিৎ এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল সুষ্ঠু উন্নয়ন বজায় রাখা হবে বলে জোর দেন তিনি।
বৈঠককালে মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং কোয়ালকম ইনকর্পোরেটেডের প্রেসিডেন্টসহ মার্কিন প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করার জন্য প্রেসিডেন্ট সিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন পর্যায়ে বিনিময় ও সহযোগিতা চালানো, পারস্পরিক সমঝোতা বাড়ানো, যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং স্থিতিশীল, স্থায়ী ও ফলপ্রসূ মার্কিন-চীন সম্পর্ক প্রতিষ্ঠা করতে দু’দেশকে সমর্থন জানায় মার্কিন শিল্প-বাণিজ্যিক মহল ও বিদগ্ধ সমাজ।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।