নিজস্ব প্রতিবেদক:
জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: শাহাজানের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সপিকুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
রামগঞ্জ সরকারী কলেজের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ সম্পাদক এমএ মমিন পাটোয়ারী, সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক এমরান হোসেন বাচ্চু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মামুন ভূইয়়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শহিদ চৌকিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া ও উপজেলা যুবলীগ নেতা মমিন মুন্সি সহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সপিকুল ইসলাম সপিককে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রেতাত্মা ও দলে অনুপ্রবেশকারীদের হাতে নৌকা তুলে দেয়া হলে এ আসনটি হাতছাড়া হতে পারে।