নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩১ পিস ইয়াবা বড়িসহ মোস্তফা কামাল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে উপ পরিদর্শক ময়নাল হোসেন ও সহকারী উপ পরিদর্শক হাবিবুর রহমান নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোস্তফা উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সোহরাবের ছেলে। সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা ও চুরিসহ অপকর্মের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অফিসার ইনচার্জ এমদাদুল হক।