নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট সংবাদ ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ বিন মাসুম।
শনিবার লামচর ইউনিয়নের একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নম্বর লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী বিন মাসুম বলেন, শুক্রবার (৯ জুন) আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রীমহলের প্ররোচণা ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশে সহযোগিতা করা হয়।
এইসব অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি সকল সংবাদকর্মী ভাইদের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের প্রতি অনুরোধ করছি, আপনারা তদন্ত করে সঠিক সংবাদ প্রচার করুন। আমিও চাই আপনাদের মাধ্যমে সঠিক খবরটি প্রচার হোক।
একটা বিষয় লক্ষ্য করুন, যে ঘটনাতে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে তা আমার পাশ্ববর্তী ৮নম্বর করপাড়া ইউনিয়নের ঘটনা। কিন্তু পরবর্তীতে কিছু ভূয়া ফেসবুক আইডিতে, ইউটিউব ও অনলাইন নিউজ পোর্টালে আমার নাম ও ছবিসহ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে, তখনই বিষয়টি আমার নজরে আসে।
তিনি আরো বলেন যে আমি ৬নম্বর লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। সে জন্য একটি কুচক্রী মহল আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। রাজনৈতিক ফায়দা লুটতে ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগে আছে। প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়েই কিছু কুচক্রীমহল নানামুখী ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে।
আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসা না। ষড়যন্ত্র করে কেউ কোনদিন সফল হয়নি, আগামীদিনেও হবে না। আমি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিব্রতকর সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।