নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে জননী বাস চাপায় রামগঞ্জ কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সিয়াম (১৬)র মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দূর্ঘটনায় সিয়ামের ছোট ভাই লিহান (১৩) মারাত্মক আহতবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার আলীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
সিয়াম ও লিহান আপন দুই ভাই ও দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণ আটিয়া বাড়ীর সাখায়েত হোসেনের ছেলে ও সাবেক ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়ার ভাতিজা।
সাবেক ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া জানান, আজ সকাল ৯টায় আলীপুর থেকে দুই ভাই মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে রামগঞ্জ থেকে নোয়াখালীগামী জননী বাস (মৌলভীবাজার জ-১১০০২৮) রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের উপর পিঁছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। এসময় ছোট ভাই লিহান মারাত্মক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঈদের আগে এমন ঘটনায় বাবা-মাসহ নিকটাত্মীয়দের মাঝে শোকের ছায়া দেখা দেয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।