নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর ভাটিয়ালপুর হাজী বাড়ীর সামনের একটি আম গাছ থেকে টাইলস মিস্ত্রি রবিন হোসেন (২৫) নামক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিন হোসেন পূর্ব করপাড়া ভূইয়া বাড়ির (বল্লার বাড়ীর) আবুল খায়ের মিয়ার ছেলে।
ভাটিয়ালপুর হাজী বাড়ীর জনৈক মহিলা আজ বৃহস্পতিবার ভোরে আম কুড়াতে গিয়ে লাশ দেখে চিৎকার দিলে ছুটে আসেন গ্রামবাসী।
এসময় ফাঁস লাগানো গাছের অদূরে রবিনের হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনটি লাশের দিকে তাক করা ছিলো এবং রবিনের কানে হেডফোন লাগানো ছিলো।
স্থানীয় লোকজনের ধারনা পাশ্ববর্তী চাটখিল উপজেলার আটঘর গ্রামের একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে রবিন হোসেন ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমিকার সাথে ভিডিও কলে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহিদ মীর্জা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে অবগত করি। ধারনা করা হচ্ছে পারিবারিক কোন ঘটনার জের ধরে রবিনের আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা লাশ উদ্ধার করে জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত করা হবে, তারপর বলা যাবে কিভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে।