নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন সাগর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার সকালে ধর্ষণের ঘটনায় ঐ যুবতীর মামলার প্রেক্ষিতে উপজেলার মাছিমপুর গ্রাম থেকে দেলোয়ার হোসেন সাগরকে আটক করে রামগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান ভূইয়া ও সহকারী উপ পরিদর্শক সাখাওয়াত হোসেন।
দেলোয়ার হোসেন সাগর মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলা ও রামগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাছিমপুর গ্রামের পূর্ব মাছিমপুর আরমান গাজী বাড়ীর যুবতী (২৫) কে বিয়ের প্রলোভনে গত একবছর যাবত বিভিন্ন সময়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ যুবতী বার বার দেলোয়ার হোসেন সাগরকে বিয়ের জন্য চাপ প্রয়োগ দিলে সে বিয়েতে অস্বীকার করে।
একাধীকবার ধর্ষণের ফলে যুবতী গর্ভবতী হয়ে গেলে গত ২৪ মে নোয়াখালী জেনারেল হসপিটালে সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেয়।
উক্ত ঘটনায় আজ রবিবার সকালে ভিকটিমের নুরজাহান বেগম রামগঞ্জ থানায় ধর্ষক মোঃ দেলোয়ার হোসেন সাগর মামলা দায়ের করলে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন সাগরকে মাছিমপুর গ্রাম থেকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মামলা দায়েরের পর আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ধর্ষণে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাগরকে আটক করি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।