নিজস্ব প্রতিবেদক:
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রামগঞ্জ শাখার উদ্যেগে আজ ২১ রমজান ১৩ এপ্রিল ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ মোহাম্মদিয়া চাইনিজ রেস্তোরার দ্বিতীয়তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফারিয়া রামগঞ্জ শাখার সভাপতি টি.এম শামসুর রহমান রিয়াজের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও বে-সরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাক্তার লোকমান উদ্দিন আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক। এসময় মোনাজাত পরিচালনা করেন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের জেষ্ঠ কর্মকর্তা শওকত আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাজমুল হাসান মোঃ সাখাওয়াত হোসেন শাকিল, বি.এম রানা ও মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া বিভিন্ন মেডিসিন কোম্পানীর প্রতিনিধিগণ ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।