ইকবাল হোসেন:
রামগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে ফলদ-বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির আয়োজন করেছে ডিএন্ডএইচ যুব ক্রীড়া ও ডিএন্ডএইচ ব্লাড ডোনেশন ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ মঙ্গলবার সকালে ভাটরা ইউনিয়নের হীরাপুর অলি বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার খোরশেদ আলম মিল্লাতের সভাপতিত্বে ৪৯টি প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের আহবায়ক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, অলিবাড়ী হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক মাসাঊদি, অলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম, সংগঠনের সদস্য মোঃ শান্ত, মোঃ ফরিদ, মোঃ তাওহিদ, মোঃ শাওন, লিমন, তানজিল, নাঈম, জিহাদ, তুহিন, মিজান, আনোয়ার, মিনহাজ, হাসান প্রমূখ।