নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে দেড় সহশ্রাধীক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি উপহারের চাল বিতরণ উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান।
আজ মঙ্গলবার সকাল ১১টায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা ১২টায় লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লামচর ইউনিয়নের দেড় সহশ্রাধীক হতদরিদ্র পরিবারের মাঝে রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কমর্কর্তা, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবন্দ।