ইকবাল হোসেন:
“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি” এই স্লোগানে মাদক বিরোধী র্যালী আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যেগে রামগঞ্জ বাইপাস সড়ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে রামগঞ্জ সরকারি কলেজ গেইটে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন, রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক ও সাইফুর’স রামগঞ্জ শাখার কর্নধার মোঃ হারুন অর রশিদ, ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাবেক সভাপতি ফরহাদ ওবায়েদ, সাবেক সহ সভাপতি মাহমুদুন নবী টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন।
সংগঠনের বর্তমান সভাপতি শামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ ইসলাম র্যালীতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
পরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।