নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরস্থ বকসি বাজার এলাকায় আজ শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন শারিরীক অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিএস, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করীম তছলিম মোল্লা, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক বুলবুল আহম্মদ বাদল, যুবলীগ নেতা শামছুল ইসলাম, সাইফুল ইসলাম আরজু মোল্লা, ছাত্রলীগ নেতা লোটাস মোরশেদ, ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের খাঁন, বকশি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ আল মাসুদ, যুবলীগ নেতা জহির হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতা-কর্মীসহ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার বিতরন শেষে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত চন্ডিপুর যুব সমাজের পক্ষে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
এসময় পলাশ পাইন, সাইফুল ইসলাম আরজু মোল্লা ও শাহাদাৎ হোসেন মোল্লা সার্বিক তত্বাবধান করেন।